Image description

মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ‘বিজয় একাত্তর স্মৃতিসৌধ’ ছেয়ে গেছে ফুলে ফুলে, তার মাঝে রয়েছে বহিষ্কৃত ২৪ নেতার নাম লেখা পুষ্পার্ঘ্য!  ব্যতিক্রমী এই শ্রদ্ধা নিবেদন গৌরীপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষের ফুলেল শ্রদ্ধায় যখন মুখর পুরো চত্বর, তখন সেখানে রাখা একটি পুষ্পার্ঘ্য সবার দৃষ্টি কাড়ে। সেই পুষ্পার্ঘ্যে লেখা “গৌরীপুর বিএনপি ও ছাত্রদলের বহিষ্কৃত ২৪ নেতা-কর্মীর নাম”।
সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নেতৃত্বে বহিষ্কৃত এই নেতা-কর্মীরা বিজয় একাত্তর চত্বরে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দলীয় পরিচয় ছাড়াই, নিজেদের অবস্থান স্পষ্ট করেই এই শ্রদ্ধা জানান তারা।
গত প্রায় ১৭ বছর আহাম্মদ তায়েবুর রহমান হিরণের জীবন কেটেছে এক চরম অনিশ্চয়তার ভেতর দিয়ে। জেল, জুলুম, আদালত আর পলাতক জীবনের ঘূর্ণায়বর্তে আটকে পড়া এই বিএনপি নেতা কখনোই পরিবার নিয়ে স্বাভাবিক জীবনের স্বাদ পাননি। স্ত্রী-সন্তানকে নিয়ে একটি নির্ভার সংসারের স্বপ্ন অধরাই রয়ে গেছে তার জীবনে।
দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই শেষে যখন বহু কাঙ্ক্ষিত সংসদ নির্বাচনের মনোনয়নের ঘোষণা আসে, তখনও ভাগ্য তার সহায় হয়নি। ময়মনসিংহ-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক দেওয়া হয় দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে। এতে ক্ষুব্ধ হন হিরণ ও তার অনুসারীরা। মনোনয়ন পরিবর্তনের দাবিতে শুরু হয় নানা কর্মসূচি।
এরই ধারাবাহিকতায় ৯ নভেম্বর মনোনয়ন বিরোধকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ পাঁচজনকে দল থেকে বহিষ্কার করা হয়। পরদিন ১০ নভেম্বর গৌরীপুর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের হিরণপন্থী হিসেবে পরিচিত আরও ১৯ জন নেতা-কর্মীকেও বহিষ্কার করে কেন্দ্রীয় সিদ্ধান্ত।
একসময় বিএনপির রাজনীতিতে দাপুটে অবস্থানে থাকা হিরণ বহিষ্কারের পর অনেকটাই আড়ালে চলে যান। তবে মহান বিজয় দিবসে তিনি আবারও প্রকাশ্যে আসেন সাথে বহিষ্কৃত নেতা-কর্মীরা।
হিরণের নেতৃত্বে তারা পায়ে হেঁটে গৌরীপুর পৌর শহরের বিজয় একাত্তর স্মৃতিসৌধে পৌঁছান। পথে পথে তার অনুসারীরাও যোগ দেন এই মিছিলে। শ্রদ্ধা নিবেদনের সময় পুষ্পার্ঘ্যের ব্যানারে স্পষ্ট করে লেখা ছিল হিরণসহ বহিষ্কৃত ২৪ নেতা-কর্মীর নাম।
শ্রদ্ধা নিবেদন শেষে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, “বিএনপির ওপর যত দুঃসময় এসেছে, আমি সবসময় মাঠে ছিলাম। ওয়ান-ইলেভেনের সময় এমন দিন গেছে দুই, তিন বা পাঁচজন নিয়েই পুষ্পমাল্য অর্পণ করেছি। আজ দল থেকে বহিষ্কৃত হয়েছি বলে দলীয় পরিচয়ে শ্রদ্ধা জানানোর সুযোগ নেই। তাই বহিষ্কৃত ২৪ নেতা-কর্মীকে নিয়েই মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি।”