ফরিদপুরের বোয়ালমারীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শামীম বিন ইসমাইল নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ককটেল, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মোমিন মার্কেট সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার শামীম বিন ইসমাইল পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শামীম নিজ বাড়িতে ককটেল তৈরি ও মজুদ করছিলেন। পরে যৌথ অভিযানে তার ঘর তল্লাশি করে ৩টি ককটেল, দুই প্যাকেট বিস্ফোরক পাউডার, ৪৯ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শামীম দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা ও মোটরসাইকেল ছিনতাই চক্রের সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত বিস্ফোরক জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারত বলে জানিয়েছে সেনা সূত্র।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আটক শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিস্ফোরকদ্রব্য আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”




Comments