Image description

ফেনী সদর উপজেলার শর্শদি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে ঘটা এ ঘটনায় ব্যাংকের তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ব্যাংকের ওপরের তলায় থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে কে বা কারা ব্যাংকের ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ব্যাংকের দ্বিতীয় তলায় ঘুমোচ্ছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। রাত ৩টা ৩০ মিনিটের সময় নিচতলার সিড়ি কক্ষে কলাপসিবল গেটের ভেতরে আগুন লাগলে নিরাপত্তা প্রহরী চিৎকার করেন। এরপর উপরের তলায় থাকা কর্মীরা দ্রুত নিচে নেমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে মূল ভবনের ফটকের বাইরে থেকে আগুন ধরিয়ে দেয়। রাত ৩টা ৪০ মিনিটের দিকে নাইটগার্ড বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে ব্যাংকের ফটকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও দুইটি বসার বেঞ্চ পুড়ে যায়।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।