Image description

পাহাড়ঘেরা সবুজ চা বাগানের কোলে আজ যেন আনন্দের মেলা বসেছিল। কেক কাটা, নাচ, গান আর শিশুদের উচ্ছ্বাসে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানে উদযাপিত হলো প্রাক-বড়দিনের বিশেষ উৎসব। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে তিন শতাধিক শিশুর অংশগ্রহণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল থেকেই চাম্পারায় প্রকল্প প্রাঙ্গণ সেজেছিল রঙিন সাজে। বড়দিনের ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি, রঙিন বেলুন আর ঝালর দিয়ে সাজানো অনুষ্ঠানস্থলটি শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় বড়দিনের বিশেষ কেক কাটার মধ্য দিয়ে। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে চা বাগানের শিশুরা তাদের নিজস্ব সংস্কৃতি ও বড়দিনের গান পরিবেশন করে। ছোট ছোট শিশুদের নাচ আর গানের সুর পুরো চা বাগান এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, চাম্পারায় (বিডি-০৪১৮)এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রকল্প চেয়ারম্যান সাজু মারছিয়াং এর সভাপতিত্বে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যাবস্থাপক (ভারপ্রাপ্ত), রনি দাস এর সঞ্চালনায় প্রাক-বড়দিনের বিশেষ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কো: চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা।

প্রাক-বড়দিনের আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি শিশু ও উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে তিনি তাঁর বক্তব্যে বলেন, চা গাছের সঠিক যত্নে যেমন উন্নত মানের চা পাতা পাওয়া যায়, তেমনি আজকের শিশুদের যদি ভালোবাসা ও সঠিক মূল্যবোধে বড় করা যায়, তবে তারাই হবে আগামীর বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ। এই ধরনের উৎসব শিশুদের মানসিক বিকাশে এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।

শিশুদের উন্নয়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রকল্পটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অভিভাবকদের প্রতি শিশুদের সঠিক পরিচর্যা ও শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, এই শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।

এসময় শিশু উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে শিশুরা প্রধান অতিথি রাহেল রানা ও বিশেষ অতিথি চ্যারিটেবল ট্রাস্ট অফ সিলেট প্রেসবিটারিয়ান সিনড, পিডিএ চেয়ারম্যান যাকব কিস্কু হাতে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, চাম্পারায় চা বাগান সহকারি ব্যাবস্থাপক মো.ইউসুফ খান, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শংকর বোনার্জী, ইউপি সদস্য সজয় কিশোর যাদব, চাম্পারায় প্রেসবিটারিয়ান মন্ডলির ডিকন সানু বিশ্বাস এবং প্রকল্পের এলসিসি কমিটির সদস্যবৃন্দরা। আলোচনা সভা শেষে অতিথিরা প্রকল্পের ৩৩৬ জন শিশু ও ১৫ জন মায়েদের মাঝে বার্ষিক উপহার সামগ্রী বিতরন করা হয়।

এসময় অতিথিরা বলেন, ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প দীর্ঘ দিন ধরে এই অঞ্চলের শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। চাম্পারায় চা বাগানের এই প্রাক-বড়দিন আয়োজনটি কেবল একটি উৎসব নয়, বরং শিশুদের প্রতিভা বিকাশ ও তাদের সুন্দর ভবিষ্যতের প্রতি একটি অঙ্গীকার।’

অনুষ্ঠানটি অর্থায়নে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সহযোগিতায় চ্যারিটেবল ট্রাষ্ট অফ সিলেট প্রেসবিটারিয়ান সিনড। অনুষ্ঠানে প্রকল্পের শিশুদের পরিবেশনায় নাচ, গান, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনা করে এবং বড়দিনের আগাম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।