রায়গঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলার জামতৈল এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জালাল আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জামতৈল এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সেখানে অভিযান চালায় প্রশাসন। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় জালাল আহমেদকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে রায়গঞ্জ থানা পুলিশ ও ধামাইনগর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা সহযোগিতা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, “পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”




Comments