Image description

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রশিক্ষক এস এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. কামরুল হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামালুদ্দিন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল প্রমুখ।