Image description

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎমা ও দমদমীয়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে পৃথক ঘটনায় দুই বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বরম সিদ্ধিপুর গ্রামের আজমল আলীর ছেলে ইয়াকুব আলী (৪০) এবং তুরুং গ্রামের বুরহান উদ্দিনের ছেলে আশিকুর রহমান (১৮)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে ইয়াকুব আলীসহ কয়েকজন বাংলাদেশী নাগরিক ভারতের অভ্যন্তরে সুপারি সংগ্রহের উদ্দেশ্যে উৎমা সীমান্তের ১২৫৫/২ এস পিলারের কাছে টোকা বিএসএফ ক্যাম্প সংলগ্ন একটি বাগানে প্রবেশ করেন। এ সময় স্থানীয় খাসিয়া নাগরিকরা তাঁদের লক্ষ্য করে ছররা গুলি ছুঁড়লে ইয়াকুব আলীর বুকে আঘাত লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় তিনি মারা যান।

অন্যদিকে, এর আগে দুপুর ১২টার দিকে দমদমীয়া সীমান্তের ১২৬০/২ এস পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট এলাকায় সুপারি বাগানে গুলিতে নিহত হন আশিকুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, সুপারি সংগ্রহ করতে গেলে খাসিয়াদের গুলিতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তাঁর মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসা হয়।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সীমান্তের পৃথক স্থানে ভারতের অভ্যন্তরে সুপারি সংগ্রহ করতে গিয়ে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশী মারা গেছেন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সীমান্ত পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে বিজিবি।