বাঞ্ছারামপুরে শিক্ষার মানোন্নয়ন ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার মানোন্নয়ন আলোচনা, মেধাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ছলিমাবাদ ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রফিক সিকদার বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও শ্রেণিকক্ষে অধিক মনোযোগী হতে হবে। একটি আদর্শ সমাজ গঠনে নৈতিক ও সুশিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে। তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে—সে বিষয়ে নিয়মিত খোঁজ রাখা জরুরি।” তিনি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি জাতীয় পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, “আমাদের রাষ্ট্রীয় সম্পদ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করেছে, যা জাতির জন্য অত্যন্ত বেদনার।” এসময় মরহুম শরীফ ওসমান হাদির স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. এ কিউ এম সফিউল আজম, বিদ্যালয়ের পরিচালক মাসুদুর রহমান, রূপসদী খোদাইবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের সহকারী প্রধান শিক্ষক রোকেয়া বেগম, প্রেস ক্লাব বাঞ্ছারামপুরের সভাপতি এম এ আউয়াল এবং বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও বিশেষ পুরস্কার বিতরণ করেন।




Comments