বড়লেখায় হাদীর মাগফিরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও বড়লেখা উপজেলার সাবেক আমীর মুহাম্মদ এমদাদুল ইসলাম।
মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বড়লেখা পৌরসভা উত্তর বাজার ইউনিটের সেক্রেটারি মাওলানা ইমরান হোসাইন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা অফিস সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুয়েল এবং পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুস সামাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দেলোয়ার হোসেন সাঈদ, কবির হোসেন, মান্না আমিন, আব্দুর রহমান ও নুরুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সবশেষে শরীফ উসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিন।




Comments