Image description

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে একটি ফেরি থেকে পাঁচটি যানবাহন নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয় এবং অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন ভ্যানচালক স্বাধীন, প্রবাসী মাসুদ এবং রফিকুল ইসলাম। 

পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে ধলেশ্বরী নদীর ফতুল্লার পূর্ব প্রান্ত থেকে যানবাহন নিয়ে একটি ফেরি পশ্চিম পারের বক্তাবলি ঘাটে যাচ্ছিল। একপর্যায়ে ফেরিটি মাঝ নদীতে গেলে একটি মিনি ট্রাকের ড্রাইভার ট্রাকটি চালু করে। এ সময় ট্রাকের ধাক্কায় দুটি অটোরিকশা, একটি ভ্যান গাড়ি ও একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যাত্রীসহ নদীতে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও তিন যাত্রী নিখোঁজ হয়।

পুলিশ আরও জানায়, পরে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।