Image description

আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত খ্রিস্টান ধর্মাবলম্বী পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি)। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে বিজিবির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) খাগড়াছড়ি বিজিবি সেক্টরের আওতাধীন বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে সাজেক ইউনিয়নের নিউথাংনাং পাড়া বিওপি এলাকায় এই অনুদান বিতরণ করা হয়।

বিজিবি সূত্র জানায়, বাঘাইহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার অত্যন্ত দুর্গম পাহাড়ি জনপদ বেথলিং পাড়ায় বসবাসরত ছয়টি পরিবারের মাঝে বড়দিন উপলক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় নিউথাংনাং পাড়া বিওপির কমান্ডার এই সহায়তা পৌঁছে দেন।

এ বিষয়ে ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, “সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ধর্মীয় উৎসবগুলো যেন আনন্দের সঙ্গে উদযাপিত হয়, সে লক্ষ্যে বিজিবি সবসময় সচেষ্ট থাকে। এরই ধারাবাহিকতায় বড়দিন উপলক্ষে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, দুর্গম এলাকায় যাতায়াত ও আর্থিক সীমাবদ্ধতার কারণে উৎসব পালন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে, বিজিবির এই সহায়তা তাদের বড়দিনের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।