Image description

রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও ২টি বাস পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন বাস স্টেশনের খাগড়াছড়ি বাস টার্মিনাল এলাকায় একটি ফার্নিচারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ছোটন দাশ বলেন, "রাত ৪টার দিকে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। দোকানে প্রায় ৩৫টির বেশি নতুন-পুরানো জেনারেটর ছিল, যার মধ্যে কয়েকটি সরকারি জেনারেটরও ছিল। আগুনে আমার অন্তত ১০ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।"

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা নিজস্ব উদ্যোগে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের গতি দ্রুত হওয়ায় চারটি দোকান ও টার্মিনালে থাকা দুটি বাস রক্ষা করা সম্ভব হয়নি। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ব্যবসায়ীদের দাবি।

এদিকে, আজ সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন।