Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে অভিনব কৌশলে পাচারকালে খড়বোঝাই একটি ট্রাক থেকে ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, বুধবার ২৪ ডিসেম্বর ভোরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা সিগন্যাল দিয়ে থামান।

জিজ্ঞাসাবাদে ট্রাকচালক ট্রাকে গরুর খাবার হিসেবে খড় বহনের কথা জানালেও সন্দেহ হওয়ায় ট্রাকটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে খড়ের ভেতরে বস্তার মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা হলেন; মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে নজরুল ইসলাম (৩৭) এবং কৃষ্ণপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে রহমত আলী (৪৩)। 

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব মোর্শেদ খান জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।