Image description

চরম নাটকীয়তা শেষে নাটোর-১ লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপি’র নাটোর জেলা যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় মিডিয়া সেলের অন্যতম সদস্য, চূড়ান্ত মনোনয়ন পেলেন ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ফরমের মাধ্যমে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়।

নাটোর-১ লালপুর বাগাতিপাড়া আসনটির মনোনয়ন ঘিরে বিএনপিতে দীর্ঘদিন ধরেই নানান জল্পনা-কল্পনা চলছিলো।

নাটোর-১ লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপির আরো ৩ জন প্রার্থী জোরেসোরেই গণসংযোগ করছিলো বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আশায়, প্রাথমিকভাবে মনোনয়ন সিলেক্ট হওয়ার পরেই দুইজন প্রার্থীর নেতাকর্মীরা রেললাইন, মহাসড়ক অবরোধ থেকে শুরু করে নানান কর্মসূচি বাস্তবায়ন করেন। বছরের মাঝামাঝিতে নারী প্রার্থী হিসেবে মনোনয়নের জন্যে গণসংযোগ করেন সৈয়দা আশফিয়া পাপিয়া, এই আসনকে ঘিরে রাজনীতির ময়দানে সরব হন।

কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা কাফনের কাপড় মাথায় রেললাইনে শুয়ে আগুন জালিয়ে, ও নানা জল্পনা কল্পনা করেও টিকিট পাননি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেতাকর্মীদের নিয়ে  গণসংযোগ করছেন বলেও দেখা যাচ্ছে মাঠে ঘাটে। সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের পুত্র ডাঃ ইয়াসির আরশাদ রাজনও অনেক গণসংযোগ থেকে শুরু করে জল্পনা কল্পনা করেও টিকিট হতে বঞ্চিত হন।রাজন সমর্থকরাও রেললাইন মহাসড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে কর্মসুচি পালন করে। 

প্রয়াত ক্রীড়া মন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা ব্যারিষ্টার ফারাজানা শারমিন পুতুল সরব ছিলো রাজনীতিতে, একের পর এক দলীয় কর্মসূচি থেকে শুরু করে, গণসংযোগ ভোটার দরজায় যাওয়া থেকে শুরু করে নানা কর্মসূচি পালন করেন, উপজেলা নেতৃবৃন্দদের নিয়ে ভোট প্রার্থনা করেছেন। 

তারপর থেকেই জেলাজুড়েই আলোচনার সৃষ্টি হয়। গত ৩ নভেম্বর বিএনপি ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকায় স্থানও হয় তার। মনোনয়ন টিকিয়ে রাখতে বিভিন্ন ষড়যন্ত্র তন্ত্র মন্ত্র উপেক্ষা করেও এগিয়ে গেছেন ফারজানা শারমিন পুতুল।

শেষমেশ দলের মহাসচিব স্বাক্ষরিত মনোনয়ন ফরম অবশ্য পেয়েছেন সাবেক মন্ত্রী কন্যা নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় কমিটির মিডিয়া সেলের অন্যতম সদস্য ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুলের ভাগ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে তিনিই আসনটিতে ধানের শীষের প্রতিনিধিত্ব করবেন।