ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এর সহকারী রিটার্নিং অফিসার মুশফিকীন নূর।
সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান এবং ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পদ্ধতি বিষয়ে একটি তথ্যবহুল ভিডিও উপস্থাপন করেন। পরে সকল দপ্তর প্রধানের সহায়তায় অ্যাপের মাধ্যমে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। একই সঙ্গে তাদের অধীনস্থ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ২৫ ডিসেম্বর। সময় স্বল্প হওয়ায় সবাইকে নিজ উদ্যোগে দ্রুত রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান তিনি। পাশাপাশি রেজিস্ট্রেশনের সময় ব্যালট পাঠানোর ঠিকানা সঠিক ও নির্ভুলভাবে উল্লেখ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




Comments