পটুয়াখালীর গলাচিপায় ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শ্বশুরের জানাজায় অংশ নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেত্রী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ওর্য়ানা মার্জিয়া নিতু। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে প্রশাসনের বিশেষ অনুমতিতে তাকে কারাগার থেকে বের করে জানাজায় নিয়ে আসা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওর্য়ানা মার্জিয়া নিতুর শ্বশুর মো. সেলিম খান গত শুক্রবার ঢাকার মহাখালীস্থ জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পুলিশ ও জেল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেলে পটুয়াখালী জেলা কারাগার থেকে কড়া পুলিশি পাহারায় নিতুকে গলাচিপায় আনা হয়। স্থানীয় জৌনপুরী খানকা ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও দাফন প্রক্রিয়া শেষে নির্ধারিত সময় পার হওয়ার পর তাকে পুনরায় জেল হাজতে ফিরিয়ে নেওয়া হয়।




Comments