লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নিশু আক্তার (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের শাকতলা পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নিশু আক্তার ওই এলাকার প্রবাসী রুহুল আমিনের মেয়ে এবং নাগমুদ বাজার কে আই ফাজিল ডিগ্রি মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে পরিবারের সদস্যদের অগোচরে নিশু নিজ বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিষয়ে পরিবারের সাথে বিরোধের জেরে অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে।
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আজ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এটি আত্মহত্যা না অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।




Comments