Image description

সাতক্ষীরার শ্যামনগরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রব্বানী গাজী (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার গাবুরা গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

অভিযুক্ত রব্বানী গাজী ওই গ্রামের মৃত তোফাজ্জেল গাজীর ছেলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে শিশুটি প্রাইভেট পড়া শেষে বাড়িতে ফিরছিল। পথে রব্বানী গাজী তাকে ফুসলিয়ে নিজের বসতবাড়ির বৈঠকখানায় নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জানাজানি হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়। পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। শিশুটি বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রব্বানী গাজী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে।