দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ট্রাক্টরচালক জুইন (২৩)। অন্যজন ঘাতক বাসের হেলপার, তবে তাৎক্ষণিকভাবে তার নাম-ঠিকানা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মোল্লা এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক জুইন মারা যান। দুর্ঘটনায় বাসের হেলপার গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসের চালক কৌশলে পালিয়ে গেছে।
পুলিশ আরও জানায়, নিহত হেলপারের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




Comments