Image description

খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ মো. আব্দুস সালাম মুন্না (৪০) নামে এক চিহ্নিত ও পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লস্কর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুস সালাম মুন্না লস্কর ইউনিয়নের মো. ইন্তাজ আলী মোল্লার ছেলে।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত মুন্না একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বে পাইকগাছা থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় (জিআর ১৮১/১৮) আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানা মাথায় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক থেকে পুনরায় মাদক কেনাবেচা চালিয়ে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার এএসআই কামরুজ্জামান ও এএসআই আনিছ লস্কর ইউনিয়নে এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। এ সময় মুন্নার দেহ তল্লাশি করে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তাকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মুন্নার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। আজ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, চিহ্নিত এই মাদক কারবারি গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মাদকের বিস্তার রোধে পুলিশের এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত রাখার দাবি জানান।