রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপসংঘনায়ক, পরম পূজনীয় ভদন্ত উঃ নাইন্দাওয়ান্সা মহাথেরো (৮০) আর নেই। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উ সুয়ে সুয়ে চৌধুরী (মিশুক) তাঁর প্রয়াণের বিষয়টি নিশ্চিত করেছেন।
ধর্মীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভদন্ত উঃ নাইন্দাওয়ান্সা মহাথেরো তাঁর দীর্ঘ ভিক্ষু জীবনে ৬০টি বর্ষাবাস সম্পন্ন করেছিলেন। তিনি ছিলেন অত্র অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান আধ্যাত্মিক পথপ্রদর্শক ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব।
রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, বরেণ্য এই ধর্মীয় গুরুর প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহ অ্যাম্বুলেন্সযোগে চট্টগ্রাম থেকে কাপ্তাইয়ের নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারে নিয়ে আসা হচ্ছে।
বিহার পরিচালনা কমিটি ও ভিক্ষু সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া ও ধর্মীয় কৃত্য সম্পাদনের সময়সূচি এবং যাবতীয় বিষয়ের সিদ্ধান্ত ভিক্ষু সংঘ ও দায়ক-দায়িকাদের সমন্বিত সভার মাধ্যমে দ্রুত গ্রহণ করা হবে।
উঃ নাইন্দাওয়ান্সা মহাথেরোর মহাপ্রয়াণে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।




Comments