Image description

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন একটি চরম ক্রান্তিকাল পার করছে। একটি চক্র পেছন থেকে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের মানবকল্যাণ পরিষদে স্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলেমদের আশ্বস্ত করে মির্জা ফখরুল বলেন, "বিএনপির অঙ্গীকার হচ্ছে—পবিত্র কোরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো আইন আমরা করতে দেব না। একটি মহল আমাদের নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে যে আমরা নাকি ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, আমরা সবসময় কোরআন-সুন্নাহর আদর্শের পক্ষে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।"

আওয়ামী লীগ সরকারের আমলের দুঃশাসনের কথা স্মরণ করে তিনি বলেন, বিগত সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে জনগণের অধিকার কেড়ে নিয়েছিল এবং আলেম-ওলামাদের ওপর জুলুম চালিয়েছিল। ধর্মপ্রাণ মানুষদের ‘জঙ্গি’ তকমা দিয়ে ভয়ভীতি দেখানো হতো। সেই অন্ধকার সময় আমরা পার করে এসেছি, এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার।

আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, "এই নির্বাচন যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চক্রান্তকারীদের সুযোগ দেওয়া যাবে না। সামান্য ভুলে দেশ যেন আবার অন্ধকারের দিকে না যায়, সে বিষয়ে আলেম সমাজকে বিশেষ ভূমিকা রাখতে হবে।"

বক্তব্যের শুরুতেই তিনি জুলাই বিপ্লবে প্রাণ উৎসর্গকারী শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, চট্টগ্রামের ওয়াসিম এবং ঠাকুরগাঁওয়ের সন্তান শহীদ ওসমান হাদির আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় বিএনপি নেতা ও ওলামা দলের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।