ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে মাকে বেঁধে রেখে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
অভিযুক্ত মনিরুল বাসার লিমন (২৪) ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লিমন ও তার সহযোগীরা গভীর রাতে চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকে তারা গৃহবধূর (মেয়ের মা) হাত-পা বেঁধে ফেলে। এরপর তার প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) রামগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত লিমন পলাতক রয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর জানান, আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই অমানবিক ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।




Comments