Image description

দেশি-বিদেশি জাহাজে দক্ষ জনবল হিসেবে কাজের সুযোগ সৃষ্টি করতে নারায়ণগঞ্জ, বরিশাল ও মাদারীপুরের শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট (এসপিটিআই) থেকে মেরিন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ১৫৭ জন তরুণ। রোববার (২৮ ডিসেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলার নয়াচর এলাকায় এসপিটিআই কার্যালয়ে নবীন এই নাবিকদের সমাপনী কুচকাওয়াজ ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আন্তর্জাতিক মানের দক্ষ নাবিক তৈরি করা সম্ভব হলে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম দ্রুত ছড়িয়ে পড়বে। বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে এক বছরের এই নিবিড় প্রশিক্ষণে শিক্ষার্থীদের ভর্তি, প্রশিক্ষণ এবং আবাসিক ও খাবারের সম্পূর্ণ ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণ শেষে নিজেদের আন্তর্জাতিক মানের দক্ষ নাবিক হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য বলে জানান অংশগ্রহণকারী তরুণরা।

চট্টগ্রাম থেকে আসা প্রশিক্ষণার্থী মো. হান্নান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এটি আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। প্রশিক্ষণ শেষ হয়েছে, এখন জাহাজে কাজ করে পরিবার ও দেশের সেবায় যেকোনো ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত।” বরগুনা জেলা থেকে আসা ইব্রাহিম খলিল বলেন, “নদীপথে চাকরি করা একটি চ্যালেঞ্জিং কাজ। সেই সাহস আর আত্মবিশ্বাস নিয়েই প্রশিক্ষণ সম্পন্ন করেছি। এখন কর্মজীবনে যোগ দিয়ে আমরা দেশের বেকারত্ব দূর করতে ভূমিকা রাখব।”

মাদারীপুর এসপিটিআই-এর ক্যাপ্টেন মোহাম্মদ মহিউদ্দিন জানান, বরিশাল, নারায়ণগঞ্জ ও মাদারীপুরের এই তিনটি প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি প্রশিক্ষণার্থী সফলভাবে মেরিন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

বরিশালের ডিপিটিআই-এর অধ্যক্ষ ক্যাপ্টেন জিএএম আলী রেজা জানান, বর্তমানে দেশে প্রায় ২১ হাজার সরকারি নিবন্ধিত জাহাজ রয়েছে, যেখানে ২ লাখ ১০ হাজার কর্মীর প্রয়োজন। ফলে এই ধরনের প্রশিক্ষণ দেশের বেকারত্ব দূর করতে বড় ধরনের অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মেরিন সেক্টরে নতুন প্রাণের সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।