হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব মোড়াকরি গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার জেরে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৩ জন দাঙ্গাবাজকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে হবিগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, গত রোববার (২৮ ডিসেম্বর) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব মোড়াকরি গ্রামে আফজাল মিয়া ও মহরম আলী মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে সোমবার রাতে উভয় পক্ষের বাড়িতে তল্লাশি চালানো হয়।
এ সময় আফজাল মিয়ার পক্ষ থেকে মো. হেলাল মিয়া (৩০) ও আক্তার আলী (৪৫) এবং মহরম আলী মেম্বারের পক্ষ থেকে তিতু মিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়। এছাড়া তল্লাশিকালে মারামারিতে ব্যবহৃত ১০টি ফিকল, ১১০টি বাঁশের চুকানো লাঠি, ৪টি লোহার কোচা, ৬টি লোহার শাবল এবং ৪টি দা উদ্ধার করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানবকণ্ঠ/ডিআর




Comments