Image description

রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে পড়ে সিফাত (১২) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সিফাত ওই এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বালু মহলের দখল ও পূর্ব বিরোধের জেরে শহরের শিমুল ও ইনসান নামের দুটি গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি সিফাতের বক্ষপিঞ্জরের নিচে আঘাত করে এবং পেটের উপরের অংশে গুরুতর ক্ষত সৃষ্টি করে। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুল আজম ও সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকার জানান, শিশুটি যখন হাসপাতালে আসে তখন সে ‘হাইপোভলিউমিক শকে’ (অতিরিক্ত রক্তক্ষরণজনিত অবস্থা) ছিল। তার খাদ্যনালীর একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও রিসাসিটেশনের মাধ্যমে তার অবস্থা স্থিতিশীল করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত শিশুর মা জানান, বালু মহল নিয়ে এলাকার প্রভাবশালী দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জেরেই রাতে গোলাগুলি শুরু হয় এবং তার নিরপরাধ সন্তান গুলিবিদ্ধ হয়। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মূলত শিমুল ও ইনসান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয়েছে। শিমুল গ্রুপের পক্ষ থেকে ছোড়া গুলিতে শিশুটি আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলেই আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”

মানবকণ্ঠ/ডিআর