Image description

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় দেশজুড়ে জেঁকে বসেছে শীত। দেশের ১৭টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি এখনই কাটছে না; বরং শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে এবং তাপমাত্রার পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে।

যশোরে গত ২৬ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। পরদিন তা কমে দাঁড়ায় ৮ দশমিক ৮ ডিগ্রিতে। সপ্তাহের শেষে বুধ ও বৃহস্পতিবার তা আরও হ্রাস পেয়ে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। দেশের অন্যান্য জেলাতেও তাপমাত্রার প্রায় একই চিত্র দেখা গেছে।

কনকনে শীত ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তীব্র ঠান্ডার কারণে রাস্তায় লোকসমাগম কমে গেছে।

এদিকে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন কুয়াশার পাশাপাশি বাতাসের গতিবেগ আরও বাড়তে পারে।