সুন্দরবনে দীর্ঘদিনের শান্তি কাটিয়ে আবারও দস্যু আতঙ্ক দেখা দিয়েছে। খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী সংলগ্ন সুন্দরবন এলাকা থেকে এক রিসোর্ট মালিক ও ঢাকা থেকে আসা দুই পর্যটককে অপহরণ করেছে বনদস্যুরা। অপহরণের দুই দিন পার হলেও এখন পর্যন্ত তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি।
অপহৃতরা হলেন—ঢাংমারী এলাকার গোল কানন রিসোর্টের মালিক শ্রীপতি বাছাড় এবং ঢাকা থেকে সুন্দরবন ভ্রমণে আসা পর্যটক সোহেল ও জনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে গোল কানন রিসোর্ট থেকে একটি ছোট নৌকায় করে সুন্দরবনের ভেতরের খালগুলোতে ঘুরতে বের হন তাঁরা। ওই সময় বনদস্যু ‘মাসুম বাহিনী’ তাঁদের অপহরণ করে গহীন বনে নিয়ে যায়। শুক্রবার দিবাগত রাতে বিষয়টি জানাজানি হয় এবং দস্যুরা তাঁদের মুক্তির বিনিময়ে মোটা অংকের মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।
অপহরণের খবর পাওয়ার পর থেকে অপহৃতদের উদ্ধারে বন বিভাগ, পুলিশ ও কোস্ট গার্ডের সম্মিলিত অভিযান শুরু হয়েছে। আজ রোববার (৪ জানুয়ারি) বিকেল পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হলেও তাঁদের সন্ধান মেলেনি। এ ঘটনায় অপহৃতদের স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রিসোর্ট মালিকসহ তিনজনকে অপহরণের খবর আমরা পেয়েছি। তাঁদের উদ্ধারে কোস্ট গার্ড ও পুলিশ কাজ করছে। সুন্দরবনের দুর্গম এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত তাঁদের উদ্ধার করা সম্ভব হবে।’
মানবকণ্ঠ/ডিআর




Comments