আ.লীগের সাবেক এমপির কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী
চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক এমপি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম রফিকুল আনোয়ারের কবর জিয়ারতসহ সামাজিক অনুষ্ঠানে যোগদান করে জনসাধারণের সাথে কুশল বিনিময় করেছেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে তিনি নানুপুর জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক একরামুল হক ভুট্টোর মায়ের জেয়াফতে অংশগ্রহণ করেন। এরপর ঢালকাটা, কড়লিয়া ও গামরিতলা এলাকায় মানুষের সাথে কুশল বিনিময় করেন।
সন্ধ্যায় তিনি ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ারের কবর জেয়ারত করে তার মাগফিরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন; জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানার সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ বিন সিরাজ, নানুপুর ইউনিয়নের সভাপতি মাওলানা তৈয়ব আলী নূরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন সহ স্থানীয় জনপ্রতিনিধি, জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।




Comments