ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে সাইদুর রহমান (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছে। রোববার গভীর রাতে উপজেলার তাহেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান তাহেরহুদা গ্রামের মৃত সাবান আলী জোয়ার্দ্দার এর মেঝো ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে; শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে বাসা থেকে বের হয়ে যায় সাইদুর। পরবর্তীতে প্রতিবেশীরা তাকে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির পাশে গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে। উদ্ধারের পর দেখা যায় অনেক আগেই তার মৃত্যু হয়েছে। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার কওে ঝিনাইদহ সদও হাসপাতাল মর্গে পাঠায়।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কিবরিয়া বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি, আত্মহত্যা মনে হচ্ছে, তবে ময়নাতদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।




Comments