মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাহানাজ (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাহানাজ ওই এলাকার শাহ আলমের স্ত্রী। তার বাবার বাড়ি চাঁদপুর জেলায়।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুর ঘাটে গোসল করতে যান সাহানাজ। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী শাহ আলম ও শাশুড়ি জানান, সাহানাজ দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসল করার সময় হঠাৎ রোগাক্রান্ত হয়ে তিনি পানিতে পড়ে যান।
ব্যক্তিগত জীবনে সাহানাজ দুই কন্যা সন্তানের জননী। বড় মেয়ের বয়স ৩ বছর এবং ছোট মেয়ের বয়স মাত্র ৩ মাস। মায়ের এমন অকাল মৃত্যুতে অবুঝ শিশু দুটিকে নিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments