Image description

পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের চেকপোস্ট অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ডাবলু হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দিয়ারপাড়া রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ডাবলু হোসেন ভাঙ্গুড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে।

ভাঙ্গুড়া থানা সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার এসআই মো. আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল দিয়ারপাড়া রেলগেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় ডাবলু হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৩৫ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকেলেই তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। ভাঙ্গুড়ায় কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। অপরাধীর পরিচয় যাই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই সাঁড়াশি অভিযান আরও জোরদার করা হবে।”

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর