চট্টগ্রামের বাঁশখালীতে সংরক্ষিত বনভূমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা একটি বসতবাড়ি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বচিরা বাড়ি ফরেস্ট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন। উচ্ছেদ কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী, বাঁশখালী থানা পুলিশ এবং বন বিভাগের চাম্বল, নাপোড়া, পুঁইছুড়ি ও জলদী রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, স্থানীয় এক ব্যক্তি বন বিভাগের সংরক্ষিত প্রায় ৫০ গন্ডা (১০০ শতাংশ) জায়গা দখল করে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করছিলেন। বন বিভাগের পক্ষ থেকে তাকে অন্তত সাতবার বাধা দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলাও করা হয়েছিল। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই তিনি গায়ের জোরে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন। ফলে আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ওই স্থাপনাটি গুঁড়িয়ে দিয়ে সরকারি জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জায়গার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ টাকা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন বলেন, “সংরক্ষিত বনভূমি দখল করে ঘর নির্মাণের খবর পেয়ে আমরা অভিযান চালিয়েছি। দখলদারকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বারবার সুযোগ দেওয়া হলেও তিনি তা করেননি। সরকারি সম্পদ রক্ষায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত বনভূমিতে নতুন করে যাতে কোনো দখলদার প্রবেশ করতে না পারে, সেজন্য বন বিভাগের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments