Image description

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে মাসব্যাপী দেশের বৃহত্তম ‘ফুল উৎসব’। আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) থেকে শুরু হয়ে এই উৎসব চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ডিসি পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি জানান, এই উৎসবের মাধ্যমে সারা দেশের মানুষের মাঝে এক অভূতপূর্ব মেলবন্ধন তৈরি হবে।

এবারের উৎসবে ১৯৪ একর জায়গা জুড়ে ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, গাঁদাসহ দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির ফুলের সমারোহ ঘটানো হয়েছে। মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব ও লেজার লাইট শো। বিনোদনের জন্য আরও থাকছে ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো এবং পুতুল নাচ।

জেলা প্রশাসক আরও জানান, এবারের বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন। এ ছাড়া বড় আকৃতির জায়ান্ট ফ্লাওয়ার, ট্রি হাউস, ট্রিপল হার্ট শেলফ, ট্রেন, বক ও ময়ূরসহ নানা নান্দনিক স্থাপনা দিয়ে সাজানো হয়েছে পুরো পার্ক। উৎসবে বিশ্বের ১৬টি দেশের শিল্পীরা নিজ নিজ দেশের সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দীন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, সৈয়দ মাহবুবুল হক, মো. শরীফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এক সময় ফৌজদারহাটের এই ১৯৪ একর ভূমিটি অবৈধ দখল ও মাদকের আস্তানা হিসেবে পরিচিত ছিল। ২০২৩ সালের শুরুতে চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান চালিয়ে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়ে এখানে গড়ে তোলে নান্দনিক ডিসি পার্ক। এরপর থেকে প্রতি বছর এখানে ফুল উৎসবের আয়োজন করা হচ্ছে। ২০২৩ সালে প্রথম উৎসবের পর ২০২৪ সালে ১২৩ প্রজাতি এবং ২০২৫ সালে ১৩৬ প্রজাতির ফুলের প্রদর্শনী হয়েছিল। এবার তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০-এ।

মানবকণ্ঠ/ডিআর