বিএনপি প্রার্থী দিপুর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার ঘোষণা জনপ্রতিনিধিদের
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার ঘোষণা দিয়েছেন রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো এলাকার ‘শি-সেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক’ সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ভোলাবো, দাউদপুর, রূপগঞ্জ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ এবং কাঞ্চন পৌরসভার নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জনপ্রতিনিধিরা জানান, দল-মত নির্বিশেষে তারা সবাই ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনে কাজ করবেন। আসন্ন নির্বাচনে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে বিজয়ী করতে তারা মাঠ পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও জসিম উদ্দিন, দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শিকদার, ভোলাবো ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাচ্চু, ইমরান হোসেন রিপন এবং কাঞ্চন পৌরসভার সদস্য মফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা দিপু ভুঁইয়ার নেতৃত্বে একযোগে কাজ করব।" তারা আরও উল্লেখ করেন, রূপগঞ্জের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর কোনো বিকল্প নেই। দিপু ভুঁইয়ার হাত ধরেই একটি ‘স্বপ্নের রূপগঞ্জ’ গড়ে তোলা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত জনপ্রতিনিধিরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, রূপগঞ্জের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সংসদে পাঠাতে তারা বদ্ধপরিকর।
মানবকণ্ঠ/ডিআর




Comments