সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে সক্রিয় হওয়া প্রশ্ন ফাঁস চক্রের আট সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নওগাঁর একটি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা শুরুর ঠিক দুই ঘণ্টা আগে দুপুর ১টার দিকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে এই চক্রের ৩ জন মূল পরিকল্পনাকারী বা ‘মাস্টারমাইন্ড’ রয়েছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত তিন পার্বত্য জেলা বাদে দেশের সব জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই বৃহৎ পরীক্ষায় মোট ১০ লাখ ৮০ হাজার ৮০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং যেকোনো ধরনের জালিয়াতি রোধে কঠোর অবস্থান নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রেও পরীক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে একাধিক কঠোর নির্দেশনা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/আরআই




Comments