ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ হলে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক ফেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর বাসের ভেতর থেকে একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ আরও জানায়, সংঘর্ষের ফলে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধারকাজ পরিচালনা করছে। বাসে আরও কোনো যাত্রী আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments