মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ১০ টাকার লোভ দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৌরভ ঢালী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাজী মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সৌরভ উপজেলার আমতলী গ্রামের মনির ঢালীর ছেলে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি বৃহস্পতিবার সন্ধ্যায় খাবার কেনার জন্য কাজী মার্কেটের সামনে যায়। এসময় অভিযুক্ত সৌরভ তাকে ১০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে টঙ্গিবাড়ী উপজেলা কমপ্লেক্সের ভেতরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের পেছনে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা চালায় সৌরভ।
এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত সৌরভ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিস্তারিত জানালে রাতেই টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সৌরভকে গ্রেপ্তার করে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং শুক্রবার তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments