চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূলীয় বন থেকে হরিণ শিকার করে জবাই করার সময় মো. সজিব (২২) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাছতর এলাকার সমুদ্র উপকূলীয় কেওড়া বাগানে এ ঘটনা ঘটে। আটক সজিব ওই এলাকার অহিদ মুরাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগাছতর এলাকার উপকূলে কেওড়া বাগানে ফাঁদ পেতে একটি হরিণ শিকার করেন সজিব। পরে বনের ভেতর হরিণটি জবাই করে মাংস কাটার সময় স্থানীয়রা তাকে দেখে ফেলেন এবং হাতেনাতে আটক করেন। খবর পেয়ে উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সজিবকে হেফাজতে নেন এবং কয়েক কেজি ওজনের হরিণের মাংস ও অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করেন। তবে তল্লাশি চালিয়ে হরিণের চামড়াটি পাওয়া যায়নি।
চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের ডেপুটি রেঞ্জার মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "উদ্ধারকৃত হরিণের মাংস ও অবশিষ্টাংশ জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে কেরোসিন তেল মিশিয়ে বৃহস্পতিবার মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ ঘটনায় আটক সজিবসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।"
বন বিভাগ আরও জানায়, সীতাকুণ্ডের উপকূলীয় বনগুলোতে শীত মৌসুমে হরিণ শিকারীদের তৎপরতা বেড়ে যায়। এ ধরনের অপরাধ রোধে বন রক্ষীদের টহল আরও জোরদার করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments