হালুয়াঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, জিরা ও গরু উদ্ধার
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, জিরা ও গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩৯ বিজিবি ব্যাটালিয়নের পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ৯ ও ১০ জানুয়ারি (২০২৬) হালুয়াঘাট উপজেলার ডাকিয়াপাড়া, গাবরাখালী, ভারালিয়াকোনা ও কড়াইতলী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে চোরাকারবারীরা। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র বিশেষ টহল দল অভিযান চালিয়ে অভিনব কৌশলে পাচার করতে যাওয়া এসব মালামাল ও গরু জব্দ করে।
জব্দকৃত ভারতীয় কম্বল, জিরা ও গরুর আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, অবৈধ মালামাল পাচার এবং অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, দেশের সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments