Image description

ঢাকার ধামরাইয়ে থানা থেকে লুট হওয়া অস্ত্র গত দেড় বছরেও উদ্ধার করতে পারেনি ধামরাই থানা পুলিশ। ২০২৪ সালের ৫ আগষ্ট থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র নিয়ে মহা দুশ্চিন্তায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা ও সাধারণ জনগণ। এ নিয়ে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। এরই মধ্যে ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় অবৈধ অস্ত্রের ব্যাপারে ভাবিয়ে তুলেছে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের।

জানা যায়, গত ৫ আগষ্ট, ২০২৪ ইং আওয়ামী লীগ সরকার পতনের পর ধামরাই থানা থেকে লুট করা বেশ কয়েকটি অস্ত্র ইতোমধ্যে  কয়েকজন জমাও দিয়েছেন। আর কিছু অস্ত্র থানা কম্পাউন্ডের ভেতর পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। কিছু অস্ত্র সচল ও কিছু অস্ত্র আগুনে পুড়ে অকেজো অবস্থায় পাওয়া গেছে। সরকার পতনের দেড় বছর অতিবাহিত হওয়ার পরও ধামরাই থানা পুলিশ খোয়া যাওয়া অস্ত্র  এতো দিনেও উদ্ধার করতে পারে নি।

তবে এখনো পিস্তল, রিভলবার ও শটগানসহ ছয়টি অস্ত্র থানা পুলিশ উদ্ধার করতে পারে নি। এসব অস্ত্র স্থানীয় সন্ত্রাসীদের হাতে রয়ে গেছে বলে অনেকেই ধারণা করছেন। অপারেশন ডেভিল হান্ট চালু থাকলেও গতকাল শনিবার পর্যন্ত যৌথবাহিনী কিংবা অন্য কোনো সংস্থা ধামরাইয়ে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করতে কোনো অভিযান পরিচালনা করেনি বলে থানা সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ধামরাই থানার অস্ত্রাগারে দ্বায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) ইব্রাহিম পাটোয়ারী বলেন, লুণ্ঠিত অস্ত্রের মধ্যে এখনো ছয়টি অস্ত্র উদ্ধার হয়নি। অস্ত্র উদ্ধারের তৎপরতা জোরদার করা হয়েছে।