Image description

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ জানুয়ারি) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট উপজেলার কুচপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারীরা ভারত থেকে অভিনব কৌশলে কসমেটিক্স সামগ্রী পাচারের চেষ্টা করছিল। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় হেয়ার অয়েল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্টের পর থেকে হালুয়াঘাট সীমান্ত এলাকাটি অবৈধ অনুপ্রবেশ ও ভারতীয় পণ্য পাচারের জন্য একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সীমান্ত দিয়ে গরু, কম্বল, জিরা, কসমেটিক্স ও হেয়ার অয়েলসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করছে। এতে স্থানীয় বাজার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম দমনে এবং চোরাচালান রুখতে তাদের গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

মানবকণ্ঠ/ডিআর