পটুয়াখালীর বাউফলে একটি লুটপাট মামলার স্বাক্ষী হওয়ায় আবুল কাশেম (২৯) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি আবুল হোসেনের মালিকানাধীন একটি মুদি দোকানে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা অভিযোগে স্বাক্ষী ছিলেন আবুল কাশেম। ওই মামলায় স্বাক্ষী হওয়াকে কেন্দ্র করেই তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে স্থানীয়দের দাবি।
হামলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আবুল কাশেমকে স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে নাম আসা সোহেল রাঢ়ি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং হামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পূর্বের ঘটনায় মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




Comments