নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাঞ্চল্যকর ফেরিওয়ালা শাহীন ভূইয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি মিজানুর রহমান মির্জালীকে (৪৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর সিপিসি-১ ইউনিট এই বিশেষ অভিযানটি পরিচালনা করে। এর আগে গত ৬ জানুয়ারি এই মামলার আরও দুই আসামি মোহাম্মদ জুনায়েদ (২৫) ও রোমান মিয়াকে (২৮) গাজীপুরের জয়দেবপুর থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার ফেদিয়ারকান্দি গ্রামের একটি শিশুর রুপার চেইন হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফেরিওয়ালা শাহীন ভূইয়ার ওপর চুরির অপবাদ দেওয়া হয়। গত ২১ ডিসেম্বর ২০২৫ (রোববার) তাকে পরিকল্পিতভাবে একটি বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তার ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রাখা হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তুচ্ছ ঘটনায় এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
ছেলের নির্মম মৃত্যুর বিচার চেয়ে গত ২৪ ডিসেম্বর নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত শাহীনের বাবা। মামলাটি হওয়ার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র্যাব এবং আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত প্রধান আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments