Image description

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও ড্রোনসহ মো. রিফাত (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আটক মো. রিফাত ওই এলাকার মো. সিদ্দিক সওদাগরের ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তেলিবিলা এলাকায় রিফাতের অবস্থানস্থলে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে দুটি এলজি (দেশীয় আগ্নেয়াস্ত্র) ও সাত রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও তার হেফাজত থেকে নয়টি চাকু, একটি চাপাতি ও একটি স্টিল স্টিক জব্দ করা হয়েছে।

তল্লাশিকালে আধুনিক প্রযুক্তিনির্ভর সরঞ্জাম হিসেবে একটি ড্রোন, দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ছয়টি সাধারণ মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি তার কাছ থেকে প্রায় দুই লিটার দেশীয় মদও জব্দ করে যৌথ বাহিনী।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ড্রোন ও মোবাইল ফোনগুলোর বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারকৃত রিফাতকে আগামীকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

অঞ্চলটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর