রূপগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) উপজেলার তিনটি স্পটে সাড়ে ৪ হাজার দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার বিকেলে মুড়াপাড়া ইউনিয়নের ভুঁইয়া বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, গ্যাস ও সড়ক সমস্যার সমাধান এবং মাদক ও সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের পাশে থেকে সবসময় মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/আরআই




Comments