Image description

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে শুক্রবার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে যানবাহনের অতিরিক্ত চাপ এবং সকালে ঘটা একটি সড়ক দুর্ঘটনার ফলে মহাসড়কের প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে গজারিয়ার আনারপুরা এলাকায় কুমিল্লামুখী সড়কে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই ওই লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে যানজট গজারিয়া উপজেলার প্রায় ১৩ কিলোমিটার সড়কজুড়ে ছড়িয়ে পড়ে।

সাপ্তাহিক ছুটিতে বাড়ি ফেরা মানুষের ভিড়ে ঠাসা বাস ও ব্যক্তিগত গাড়িগুলো ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে আছে। কুমিল্লার দাউদকান্দিগামী যাত্রী সাইফুল ইসলাম জানান, জামালদী এলাকায় পৌঁছানোর পর থেকে গাড়ি খুব ধীরগতিতে চলছে। সাধারণত যে পথ পাড়ি দিতে ১৫-২০ মিনিট লাগে, আজ সেখানে দেড় ঘণ্টার বেশি সময় ব্যয় হচ্ছে। 

বৃদ্ধ মাকে নিয়ে সায়েদাবাদ থেকে আসা যাত্রী মহসিন জানান, যানজটের কারণে তার বৃদ্ধা মা অসুস্থ বোধ করছেন।

তিসা পরিবহনের বাসচালক ইছাহক মিয়া বলেন, "সকালে ঢাকা থেকে রওনা দিয়ে জামালদী পৌঁছানোর পর তীব্র যানজটে পড়ি। রাস্তার কয়েক জায়গায় ইউটার্ন নিতে গিয়ে গাড়িগুলো আটকে যাচ্ছে, যা যানজটকে আরও বাড়িয়ে দিচ্ছে।"

ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, ভোরে আনারপুরা এলাকায় সড়ক দুর্ঘটনার কারণে যানজটের সূত্রপাত হয়েছিল। দুর্ঘটনাকবলিত যানবাহন দ্রুত সরিয়ে নেওয়া হলেও সাপ্তাহিক ছুটির কারণে গাড়ির চাপ অনেক বেশি। এছাড়া গজারিয়া অংশে পাঁচটি ইউটার্ন দিয়ে গাড়ি ঘোরানোর সময় যান চলাচলের গতি কমে যাচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং যানজট ধীরে ধীরে কমতে শুরু করেছে।

মানবকণ্ঠ/ডিআর