Image description

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে রংপুর মহানগরীর মডার্ন মোড় এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

আজিজার রহমান সাদুল্লাপুর উপজেলার ঘেগারবাজার খোদা বকস গ্রামের রজ্জব উদ্দিন মন্ডলের ছেলে। মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ত্রুটির কারণে আজিজার রহমানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানিতে মনোনয়ন ফেরত পেয়ে বাসযোগে নিজ এলাকায় বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যায় পুলিশ মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় পেয়ে থানায় নিয়ে আসে।

আতাউর রহমান আরও বলেন, বর্তমানে আজিজার রহমান কিছুটা সুস্থ হয়েছেন। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। কীভাবে তিনি অজ্ঞান হলেন এ বিষয়ে জানার চেষ্টা চলছে।