শিবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার
বগুড়ার শিবগঞ্জে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে সাতটি দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার মোকামতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার টেপাগাড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাজিব ইসলাম (২৫), পার টেপাগাড়ী গ্রামের সাইফুল কাজীর ছেলে সুলতান মাহমুদ (১৬) এবং পার আচলাই গ্রামের জাফরুল ইসলামের ছেলে আবু হুরায়রা (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে মোকামতলা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে অভিযানে নামে যৌথ বাহিনীর একটি টহল দল। অভিযান চলাকালে ওই তিন যুবককে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২টি দেশীয় পিস্তল সদৃশ অস্ত্র, ২টি রামদা, ২টি লোকাল ছুরি এবং ১টি কুঠারসহ মোট ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম মানবকণ্ঠকে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের যথাযথ পুলিশ পাহারায় বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments