Image description

দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তারা। সোমবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কাজে যোগ দেবেন।

ইন্টার্ন চিকিৎসক মোহাম্মদ সাদিক বলেন, “কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আমরা কর্মবিরতি শুরু করেছিলাম। কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করছি। মানসিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে সোমবার সকাল ৮টা থেকে কাজে ফিরব।”

উল্লেখ্য, শুক্রবার রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে নারী চিকিৎসকসহ অন্তত পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

এই ঘটনার জেরে শনিবার থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে যান। শনিবার হাসপাতাল প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও সমঝোতা না হওয়ায় কর্মবিরতি অব্যাহত থাকে, ফলে রোববার পর্যন্ত রোগীরা ভোগান্তিতে পড়েন।

রোববার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের পুনরায় বৈঠক হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে হাসপাতালের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সার্বক্ষণিক আনসার মোতায়েনসহ নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়।

বৈঠক শেষে পরিচালক বলেন, “ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ইতোমধ্যে হাসপাতালের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আনসার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ইন্টার্ন চিকিৎসকদের প্রধান দাবি:

* প্রতিটি অ্যাডমিশন ইউনিটে প্রশিক্ষিত আনসার নিয়োগ
* রাতের পালায় নিয়মিত টহল ও জরুরি ডাকে দ্রুত নিরাপত্তা নিশ্চিত
* একজন রোগীর সঙ্গে সর্বোচ্চ দুজন স্বজনের অনুমতি
* প্রতি মাসে হাসপাতাল পরিচালকের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সভা
* ইন্টার্নদের সঙ্গে সর্বদা মিড-লেভেল চিকিৎসকের উপস্থিতি
* অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রারদের আরও দায়িত্বশীল ভূমিকা
* হাসপাতালের পুলিশ ও আনসার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও রোটেশন
* ওষুধ কোম্পানির অবাধ প্রবেশ বন্ধ ও নির্ধারিত সাক্ষাৎ সময়

মানবকণ্ঠ/আরআই